চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ার পরিবারের প্রতি অভিমান করে বিষপানে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কলেজ ছাত্র সাব্বির হোসেন (১৮) সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হায়দারপুর বিজিবি-৬ ক্যাম্প এলাকার মৃত রাশেদুল ইসলামের ছেলে। সে চুয়াডাঙ্গা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। সখের জিনিস না পেয়ে আত্নহত্যার পথ বেছে নিল।
জানাগেছে, পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে মোটরসাইকেল কিনে দিতে পারেনি পিতা-মাতা। আর সখের মোটরসাইকেল না পেয়ে বিষপান করে আত্নহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আবু সাঈদ।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আজিবার রহমান বলেন, বাবার মৃত্যুর পর মায়ের সাথে সাব্বির সহ তিন ভাই-বোন হায়দারপুর নানাবাড়িতে থাকতো। তিন ভাই-বোনের মধ্যে সাব্বির ছিল মেজ। বেশ কিছুদিন যাবৎ মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরে মায়ের কাছে। মা সংসার চালাতেই হিমসিম খায়। কিভাবে জুটাবে মোটর সাইকেলের টাকা। মা মোটর সাইকেল কিনে দিতে না পারায় পরিবারের প্রতি অভিমান করে বিষ পান করে সাব্বির। পরিবারে সদস্যরা টের পেলে দ্রুত সদর হাসপাতালে নেয়। হাসপাতালে কর্তব্যরত চিককিৎসক বিষ ওয়াশ করে নিবিড় পর্যবেক্ষণে রাখে। রাত ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে কর্ব্যরত চিকিৎসক জানিয়েছে অতিমাত্রায় বিষ পান করছিল সে। বিষ ওয়াশ করে ভর্তি করা হয়। রাত ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার লাশ হিম ঘরে রাখা হয়।
এদিকে সব্বিরের নানা বীর মুক্তিযোদ্ধা দুই মাস পর মোটরসাইকেল কিনে দিতে চেয়েছিলেন বলেও জানা গেছে। মেধাবী ছাত্রের এমন চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনায় এলাকাবাসী শোকাহত।
জাগো/এমআই

