চুয়াডাঙ্গায় ছোট ভাইয়ের মরদেহ দেখতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু

আরো পড়ুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় ছোট ভাইয়ের মরদেহ দেখতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে।

পরিবার সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে উবাইদুর রহমান বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাত ২ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। সকালে মরদেহ গ্রামে নিয়ে আসলে বড় ভাই অলিউল আলম দেখতে যান। ছোট ভাই উবাইদুর রহমানের মরদেহ দেখার পর অসুস্থ হয়ে পড়েন বড় ভাই হাজী অলিউল আলম। এসময় তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।

জানাগেছে, মৃত্যুবরণকারী উবাইদুর রহমান ও অলিউল আলম দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত উসমান আলীর ছেলে। বড় ভাই হাজী অলিউল আলম দামুড়হুদা উপজেলার ব্রিজপাড়ার তেল-কীটনাশক ব্যবসায়ী ও ছোট ভাই ছিলেন উবাইদুর রহমান একই এলাকার সার-কীটনাশক ও হার্ডওয়্যার ব্যবসায়ী।

এদিকে দুপুরে নিজ গ্রামের গোরস্থানে মেজো ভাইয়ের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। আসরবাদ জানাজা শেষে মেজো ভাইয়ের কবরের পাশেই বড় ভাইকে দাফন করা হয়। ছোট ভাইয়ের মরদেহ দেখে বড় ভাইয়ের মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমেছে শোকের ছায়া।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ