ট্রাকচাপায় সড়কে ঝরলো মা ও মেয়ের প্রাণ

আরো পড়ুন

মাদারীপুর রাজৈরে ট্রাকচাপায় অটোভ্যানের দুই যাত্রী মা রওশনারা বেগম (৪৫) ও মেয়ে আাল্লাদি আক্তার (২০) নিহত হয়েছেন।

উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রামে বুধবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সলিমদিয়া গ্রামের নুরুল মাতুব্বরের স্ত্রী ও মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই জুয়েল জানান, টেকেরহাট থেকে রাজৈরের দিকে ভ্যান ও ট্রাক আসছিল বৌলগ্রামে ডাইভেশনে আসলে ভ্যান উল্টে যায়। এ সময় পেছনে থাকা ট্রাক তাদের ওপর দিয়ে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে মা ও মেয়ে মারা যান।

লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ