শাহ জামাল শিশির, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছায় আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক ইয়াছিন কবীর বাপ্পিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ জুলাই) ভোর রাতে উপজেলার সোনাকুড় গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে।
আটক বাপ্পীকে সোমবার আদালতে পাঠালে সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মালেক।
তিনি জানান, ধর্ষনের অভিযোগের পর থেকেই সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান ও ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্তের সার্বিক নির্দেশনায় আসামী গ্রেফতারে তৎপর ছিল পুলিশ।
বিভিন্ন জায়গায় একের পর এক অভিযান চালিয়ে সোমবার শিশু ধর্ষক ইয়াছিন কবীর বাপ্পিকে সোনাকুড় গ্রাম থেকে আটক করা হয়।
প্রসংগত, গত ১৭ জুলাই বিকালে শিশুটি ধর্ষক ইয়াছিন কবীর বাপ্পির বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ বৃষ্টি আসলে শিশুটি বাপ্পির বাড়ির বারান্দায় ওঠে। এসময় তার বাড়িতে কেউ না থাকায় বাপ্পি মোবাইলে ভিডিও গেম দেখানোর নাম করে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে আহত শিশুটির প্রচন্ড রক্তক্ষরণ দেখে তার পিতা চিকিৎসার জন্য তাকে যশোর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ২০ জুলাই ঝিকরগাছা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনী ২০০৩ ধারায় ইয়াছিন কবীর বাপ্পিকে আসামী করে শিশুটির পিতা একটি মামলা দায়ের করেন। মামলার ৫ দিনের মধ্যে আসামী ইয়াছিন কবীর বাপ্পিকে আটক করেছে পুলিশ।
জাগো/এমআই

