চুয়াডাঙ্গায় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

আরো পড়ুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় রাইস মিলের বয়লার বিস্ফোরণে নিহত হয়েছে ফয়সাল (২২) নামের এক শ্রমিক। নিহত ফয়সাল জীবননগর উপজেলার লক্ষীপুর গ্রামের ব্রিজপাড়ার কামাল হোসেনের ছেলে।

রবিবার (২৪ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার পেয়ারাতলা নামক স্থানে মা-বাবা আটো অ্যাগ্রো ফুড অ্যান্ড রাইস মিলের বয়লার বিস্ফোরণের দুর্ঘটনা ঘটে। এসময় মিলে কর্মরত শ্রমিক ফয়সাল দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মা-বাবা আটো অ্যাগ্রো ফুড অ্যান্ড রাইস মিলে প্রতিদিনের মত ফয়সালসহ দুইজন শ্রমিক কাজ করছিলেন। কর্মরত অবস্থায় হঠাৎ ১১ টার দিকে বয়লার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয়ে সেখানেই মারা যায় শ্রমিক ফয়সাল। বেঁচে যায় সাথে থাকা অপর এক শ্রমিক। বিকট শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসে। এসময় ঘটনাস্থল থেকে শ্রমিকদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলেই শ্রমিক ফয়সাল নিহত হয়েছে। কোন প্রকার অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ইয়াছিন /এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ