বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান, নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ গ্রেফতার ২

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া রোকসানা বেগমকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শনিবার (২৩ জুলাই) সকালে সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বিষয়টি জানান।

গ্রেফতাররা হলেন- মনির হোসেন (৪৫) এবং আমির হোসেন (৪০)।

তানভীর মাহমুদ বলেন, ১৮ জুলাই বিয়ের দাবিতে মনিরের বাড়িতে অবস্থান নেন রোকসানা। এ সময় মনিরের বাড়ির লোকজন তাকে একাধিকবার বাড়ির বাইরে টেনে হিঁচড়ে বের করে দেন। ভিকটিম তার অনড় থাকায় মনির হোসেন, তার ভাই গোলজার, খোকন ওরফে খোকা, ছেলে রানা, মনিরের স্ত্রীসহ অন্যরা রোকসানাকে লোহার পাইপ, লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ জানার পর মনির ও তার সহযোগীরা মরদেহ রেখেই হাসপাতাল থেকে পালিয়ে যান।

এ র‌্যাব কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই এনামুল হক বাদী হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন। শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ