উৎপল দে, কেশবপুর: নড়াইলের দিঘলিয়ায় সাম্প্রদায়িক হামলাকারীদের গ্রেফতারের দাবিতে যশোরের কেশবপুরে বুধবার (২০ জুলাই) বিকেলে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নাগরিক সমাজের উদ্যোগে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক দিলীপ মোদকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, উপজেলা নাগরিক সমাজের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, প্রধান শিক্ষক স্বপন মন্ডল, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শওকত হোসেন, উন্নয়নকর্মী বাবর আলী গোলদার, দলিত পরিষদের সভাপতি সুজন দাস, সৈয়দ আকমল আলী, নজরুল ইসলাম খান, অনুপম মোদক, প্রমুখ।
জাগো/এমআই

