কিশোর গ্যাংয়ের হাতে স্কুলছাত্র খুন, গ্রেফতার ৩

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: ৫০ লাখ টাকা মুক্তিপণের জন্য অপহরণ করে হত্যা করা হয় গাইবান্ধার সুন্দরগঞ্জের স্কুলছাত্র শাহরিয়ার রহমান শিহাবকে (১৫)। পরিকল্পনা অনুযায়ী অর্থ পেতে দুই দফায় ব্যর্থ হলেও বস্তায় ভরে নদীতে ফেলে মৃত্যু নিশ্চিত করা হয় শিহাবের।

এ ঘটনায় আব্দুর রাজ্জাক ওরফে সুমন (১৫), জিন্নাহ মিয়া (১৬) ও বাদশা মিয়া নামের তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আব্দুর রাজ্জাক সুন্দরগঞ্জ উপজেলার মধ্য শান্তিরাম গ্রামের আতাউর রহমানের ছেলে, জিন্নাহ মিয়া শান্তিরাম কালিয়ারছিড়া গ্রামের মঞ্জু মিয়ার ছেলে এবং বাদশা মিয়া শান্তিরাম ফোরকানিয়া এলাকার ফরিদুল ইসলামের ছেলে।

বুধবার (২০ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম।

তিনি জানান, গত ১৪ জুলাই রাত ১০টার দিকে বেলকা চৌরাস্তা মোড় থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয় শিশু শিহাব। এ ঘটনায় পরের দিন শিহাবের বাবা সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ডায়েরির সূত্র ধরে একই দিন বিকেল ৩টার দিকে সুন্দরগঞ্জ থানা এলাকার কাপাসিয়া ইউনিয়নের লাল চামার খেয়াঘাট এলাকার তিস্তা নদী থেকে শিশু শিহাবের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন নিহতের বাবা আনিছুর রহমান।

এসপি বলেন, এটা একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। হত্যার সঙ্গে জড়িত তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিকেলে গ্রেফতার তিনজনকে আদালতে নেয়া হবে বলেও জানান তিনি।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ