যমুনা গ্রুপে যোগ দিলেন সাবেক ছাত্রলীগ নেতা রাব্বানী

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: পরিচালক (হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স) হিসেবে যমুনা গ্রুপে যোগ দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস গোলাম রাব্বানী।

শনিবার (১৬ জুলাই) রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন। গোলাম রাব্বানী বলেন, আমি চাকরি পেয়েছি আরও আগে। অফিস শুরু করেছি গতকাল শুক্রবার থেকে।

তিনি বলেন, যমুনা গ্রুপের মোট ৪১টি কনসার্ন। এগুলোর বিজনেস, ডেভেলপমেন্ট, রিসার্চসহ অন্য বিষয়গুলো দেখার দায়িত্ব আমার। বলা যায়, পরিচালক, অ্যাডমিনের যে কাজ, সেগুলো আমার করতে হবে। পাশাপাশি অন্য কাজও করতে হবে।

রাব্বানী বলেন, এখানে আমার কাজের স্বাধীনতা আছে। আমি ছাত্রলীগের সাবেক নেতাদের কর্মসংস্থানের জন্যও কাজ করব। তাদের যমুনা গ্রুপের ৪১টা কনসার্নের সঙ্গে ব্যবসার সুযোগ করে দেব।

উল্লেখ্য, ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদচ্যুত হয়েছিলেন গোলাম রাব্বানী। একই সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ছিলেন। ডাকসুর মেয়াদ শেষে `টিম পজিটিভ বাংলাদেশ` নামে স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড় করান রাব্বানী। চাকরির পাশাপাশি স্বেচ্ছাসেবী এ সংগঠনে সময় দেবেন বলে জানিয়েছেন তিনি।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ