নওগাঁয় বৃষ্টি চেয়ে বিশেষ নামাজ আদায়

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: তীব্র গরম আর অনাবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয়। তাই অনাবৃষ্টি থেকে বাঁচতে বৃষ্টির আশায় একসঙ্গে ইস্তিখারার নামাজ আদায় করেছেন এলাকাবাসী।

শনিবার (১৬ জুন) সকাল ১০টায় নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ শেষে মোনাজাতের আয়োজন করেন স্থানীরা। এতে অংশ নেন শতাধিক মুসল্লি। মোনাজাত পরিচালনা করেন কদমডাঙ্গা ইসলামিয়্যাহ আরাবিয়্যাহ সালাফিয়্যাহ মাদ্রাসার সহকারী অধ্যক্ষ শায়ক হাফেজ সানাউল্লাহ আল মাদানী।

এসময় সহকারী শিক্ষক সানাউল্লাহ আল মাদানী বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে চারদিক থৈ থৈ করে। এ বছর ঠিক তার উল্টো। আষাঢ় মাস শেষ হলেও এ বর্ষায় তেমন বৃষ্টির দেখা নেই। তাই মহান রাব্বুল আলামিনের দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেছি। আল্লাহ যেন এই পরিস্থিতির অবসান ঘটান।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ