ললিতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সুস্মিতা

আরো পড়ুন

বিনোদন ডেস্ক: সুস্মিতা সেনের নতুন সম্পর্কে জড়ানোর খবরে ভেসে যাচ্ছে সংবাদমাধ্যম। আইপিএলের সাবেক চেয়ারম্যান লোলিত মোদির সঙ্গে তার এই প্রেমের খবর সামনে আনেন ললিত নিজেই। এমনকি তাদের নতুন জীবন শুরু হয়েছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন এই ব্যবসায়ী। তবে শুরু থেকেই মুখে কুলুপ এঁটেছিলেন লাস্যময়ী সুস্মিতা। সম্প্রতি নিজের নতুন সম্পর্ক নিয়ে তিনি মুখ খুললেন।

শুক্রবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে অল্প কথায় নিজের অবস্থান পরিস্কার করেছেন সুস্মিতা। দুই মেয়ের সঙ্গে একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি খুব আনন্দে আছি। বিয়ে হয়নি, আংটিও পরিনি। নিঃশর্ত ভালোবাসায় ঘিরে আছি। যথেষ্ট স্পষ্ট করে বলে দিয়েছি। এবার নিজের জীবনে এবং কাজে ফিরি।’

সুস্মিতার সঙ্গে ললিতের সম্পর্কের খবর চাউর হয় বৃহস্পতিবার থেকে। এদিন নেট দুনিয়ায় সুস্মিতার সঙ্গে একের পর এক ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোর কোনোটায় এই লাস্যময়ী ছিলেন তার বুকে আবার কখনও ছিলেন বাহুবন্দী।

সেসব ছবির ক্যাপশনে ললিত লিখেছিলেন, ‘পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটিয়ে লন্ডনে ফিরলাম। আর বেটার হাফ সুস্মিতাকে নিয়ে নতুন করে কী বলব? নতুন শুরু, নতুন পরিবার। স্বপ্নের দেশে আছি।’

এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল চর্চা। একপর্যায়ে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সুস্মিতার ভাই ও বাবাকেও কথা বলতে হয় এ ব্যাপারে। অবশেষে সুস্মিতা নিজেই সব পরিষ্কার করলেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ