সাইকেল চালাতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের কাজিপুরে শখের সাইকেল চালাতে গিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে তাছিম উদ্দিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার হরিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাছিম ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে বাড়ির পাশে রাস্তা দিয়ে শখের সাইকেল চালাচ্ছিল তাছিম। এ সময় হঠাৎ সাইকেলসহ রাস্তার পাশে পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার সময় পুকুরের পানিতে সাইকেলটি পড়ে থাকতে দেখেন। পরে তারা তাছিমের পরিবারকে খবর দেন।

খবর পেয়ে পরিবারের লোকজন পুকুর থেকে তাছিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাছিমকে মৃত ঘোষণা করেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া নওশিন বলেন, হাসপাতালে আনার আগেই তাছিমের মৃত্যু হয়েছে। তাকে চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ পাওয়া যায়নি।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ