ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছায় পূর্বাশা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় যশোর বেনাপোল মহাসড়কের পুরন্দরপুর মোড়ে আধুনিক এই স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শতাধিক পল্লী চিকিৎসক, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইকরামুল হক।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক শহিদুর রহমান, সহকারী অধ্যাপক শাহিন-উল-কবির, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সহ সভাপতি রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ ইলিয়াজ উদ্দীন, পল্লি চিকিৎসক আলী হোসেন, রবিউল ইসলাম, মারুফ হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক তাজ উদ্দীন আহমেদ, মাষ্টার আমিরুল ইসলাম, আবু জাফর সিদ্দিকী, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশীদ প্রমুখ।
উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদুল আলম, হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস কে রাজিবুল ইসলাম।

