নারায়ণগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো পশ্চিমপাড়া এলাকার আলী আকবরে ছেলে তাউসান (৫) ও আলী মিয়ার ছেলে সিফাত (৬)। তারা সম্পর্কে খালাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অদুদ মাহমুদ। তিনি বলেন, সকালে তাউসান ও সিফাত বাড়ির পাশের উঠানে তার বন্ধুদের সঙ্গে খেলছিল। সাধারণত তারা দুপুরের আজানের সঙ্গে সঙ্গে বাড়ি ফেরে।

ঘটনার দিন দুপুর গড়িয়ে বিকেল হলেও বাড়ি না ফেরায় স্বজনরা এদিক-সেদিক খোঁজ নিয়ে কোথাও পাননি। পরে সন্ধার কিছু আগে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভেসে উঠলে স্বজনরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক আজিজুল হক হাওলাদার বলেন, উপজেলার সাতগ্রামের টেকপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ