মেয়েকে ‘উত্ত্যক্তের প্রতিবাদ করায়’ বাবার ওপর হামলা

আরো পড়ুন

জামালপুর: মেয়েকে উত্ত্যক্ত করায় বখাটেকে থাপ্পড়ের পর মারধরের শিকার হয়েছেন এক বাবা। এ ঘটনায় অভিযুক্ত মো. ফিরোজ ইসলামকে (২৩) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ জলাই) সন্ধ্যার পর জামালপুর শহরের বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

ফিরোজ জামালপুর সদর উপজেলার শরিফপুর এলাকার বাসিন্দা। আজ বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জামালপুর শহরের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল ফিরোজ। ওই মেয়ের বাবা বিষয়টি জানতে পেরে তাকে উত্ত্যক্ত না করার জন্য ফিরোজকে কয়েকবার সতর্ক করেছিলেন। বুধবার বিকেলে মেয়েটির বাড়ির সামনে গিয়ে তাকে উত্ত্যক্ত করছিল ফিরোজ। বিষয়টি দেখে মেয়েটির বাবা তাকে থাপ্পড় দেন। এতে ফিরোজ ক্ষুব্ধ হয়।

পরে ফিরোজ তার কয়েকজন বন্ধুকে নিয়ে ওই মেয়ের বাবাকে রাস্তায় পেয়ে ব্যাপক মারধর করে। এতে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। আর ফিরোজ ইসলামকে আটক করে স্থানীয় বিট পুলিশিং কার্যালয়ে রাখেন।

ওই দিন রাত সাড়ে ১০টার দিকে সেখানে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফিরোজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, বৃহস্পতিবার সকালে পুলিশ ফিরোজকে জেলা কারাগারে পাঠিয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ