কক্সবাজারে হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

আরো পড়ুন

কক্সবাজার: কক্সবাজারে হোটেল মোটেল জোনের একটি কটেজ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ১১টায় কটেজের কক্ষে মরদেহটি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীর সাথে থাকা এক পুরুষ সঙ্গী তাকে খুন করে পালিয়েছে।

হোটেলের ম্যানেজার আবদুল আলী জানান, বুধবার (৬ জুলাই) দিবাগত রাত ৩টায় স্বামী-স্ত্রী পরিচয়ে তারা দুজন রুম ভাড়া নিতে আসে। তারা হাসপাতালে চিকিৎসার জন্য এসেছে এবং তাদের হাতে টাকা ছিল না বলে জানায়। সকালে পরিশোধের শর্তে তাদের কক্ষ ভাড়া দেওয়া হয়। কিন্তু বেলা ১১টায় কক্ষ খুলে মেয়েটির মরদেহ দেখতে পাই।

এদিকে হোটেল রেজিস্ট্রারে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। এ বিষয়ে হোটেল ম্যানেজার বলেন, সকালে এন্ট্রি করবো বলে রেখে দিয়েছিলাম। সকালে কক্ষে গিয়ে মেয়েটিকে পড়ে থাকতে দেখে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানাই।

ঘটনার পর সিআইডি, ডিবি, পিবিআই ও পুলিশের আলাদা আলাদা টিম ঘটনাস্থলে রয়েছে।

সিইআইডির একটি সূত্র জানায়, তারা মেয়েটির পরিচয় নিশ্চিতের চেষ্টা করছেন। একটি নাম পাওয়া গেছে এবং তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মুনির উল গিয়াস জানান, নারীর মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের সঠিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সঙ্গে থাকা যুবককে ধরতে অভিযান চলছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ