শিক্ষক হত্যার প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন

আরো পড়ুন

উৎপল দে, কেশবপুর: যশোরের কেশবপুরের পাঁজিয়া মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষক হত্যার প্রতিবাদে রবিবার (৩ জুলাই) দুপুরে মানববন্ধন করা হয়েছে। উপজেলার পাঁজিয়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার পাঁজিয়া মহাবিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কবি পার্থ সারথী সরকার, পাঁজিয়া মহাবিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব বিশ্বাস প্রান্ত, জ্যোতি, চন্দন বিশ্বাস, জয়, সৌরভ রায়, বাঁধন প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে ঢাকার আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারীর সুষ্ঠু বিচার দাবি করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের সাথে ঘটে যাওয়া চরম অবমাননাকর ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য সরকারের কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ