নগদ টাকাসহ ভক্তের স্ত্রী নিয়ে উধাও বাবা‘খেতা শাহ’!

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের তারাকান্দায় ভক্তের স্ত্রী ও টাকা-পয়সা নিয়ে উধাও ফকির ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহ (৬০) নামে এক ফকির। এই ঘটনায় ভুক্তভোগী ভক্ত থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার (২ জুলাই) দুপুরে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের মামলার বিষয়টি নিশ্চিত করছেন।

ফকির ফজলুল হক নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হীরণপুর গ্রামের বাসিন্দা। কথিত আধ্যাতিক ওই ফকিরকে গুরু মেনে দেড় মাস আগে নিজের বাড়িতে থাকার জন্য জায়গা দেন। এর মাঝে গত ২২ জুন ভক্তের স্ত্রী বাবার বাড়ি ধোবাউড়ায় যাবে বলে খেতা শাহকে নিয়ে বের হন। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে। তাদের কোনো খোঁজ খবর না পেয়ে শুক্রবার (১ জুলাই) রাতে তারাকান্দা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন ওই ভক্ত।

ভুক্তভোগী ওই ভক্ত জানান, আমি বিশ্বাস করে খেতা শাহকে আমার নিজের বাড়িতে থাকার জন্য জায়গা করে দিয়েছিলাম। বিশ্বাস ভঙ্গ করে খেতা শাহ আমার স্ত্রী ও ঘরে থাকা ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। তিন সন্তান নিয়ে আমি এখন খুব বিপদে আছি। অনেক জায়গায় খোঁজাখোঁজি করেও তাদের পাওয়া যাচ্ছে না। উপায় না পেয়ে থানায় মামলা করেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ভুক্তভোগী বাদী হয়ে শুক্রবার রাতে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে আমরা উদ্ধার কাজ শুরু করেছি। আশা করছি খুব দ্রুত অভিযুক্তকে গ্রেফতার এবং ওই নারীকে উদ্ধার করতে সক্ষম হব।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ