কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২ জলাই) ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন রাজিবপুর থানার ওসি মোজারুল ইসলাম।
ওসি জানান, আর্থিক লেনদেন নিয়ে চেক সংক্রান্ত বিষয়ে একটি মামলা হয় জামালপুরের বকশিগঞ্জ আমলি আদালতে। পরে মামলাটি কুড়িগ্রাম আদালতে আসলে বিচারক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সেই পরোয়ানা মূলে শনিবার ভোর রাতে চেয়ারম্যানকে গ্রেফতার করে পুলিশ।

