ফের ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভা বৈঠক

আরো পড়ুন

করোনাভাইরাসের প্রকোপ বেশি থাকায় দেশে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ভার্চুয়াল পদ্ধতিতে। দীর্ঘদিন পর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় চলতি বছরের ২৮ মার্চ থেকে স্বশরীরে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভা বৈঠক। তবে ফের তিন মাস পর আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভা বৈঠক।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি সংশ্লিষ্টদের পাঠানো এক চিঠিতে জানানো হয়, রবিবার (৩ জুলাই) ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, আগামী ৩ জুলাই রবিবার সকাল ১০টায় মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মন্ত্রিসভা বৈঠক ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

চিঠিতে আরো বলা হয়, এ সভায় অংশগ্রহণকালে প্রধানমন্ত্রী গণভবন এবং মন্ত্রিসভার সদস্য ও সচিবরা বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর ভবনের চতুর্থ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ কক্ষে (কক্ষ নম্বর-৩০৪) অবস্থান করবেন।

নিয়ম অনুযায়ী, বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফ করবেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ