বাগেরহাটে করোনা শনাক্তের হার ৬৭ শতাংশ

আরো পড়ুন

করোনার চতুর্থ ঢেউও বাগেরহাটে লাগতে শুরু করেছ। গত সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার দাঁড়িয়েছে ৬৭ শতাংশে।

সরকারের নির্দেশনায় করোনা সংক্রমণ রোধে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বুধবার (২৯ জুন) বিকেলে জানান, বাগেরহাটে কয়েকদিন ধরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত তিন দিনে ১৮ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। নমুনা পরীক্ষা বৃদ্ধি পেলে আক্রান্তের সংখ্যাও বাড়বে। এই অবস্থায় সবাইকে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

এদিকে করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ রিজাউল করীম বলেন, করোনা সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদের ছয়টি নির্দেশনা পেয়েছি। নির্দেশনা অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক বিতরণসহ জনসচেতনা বৃদ্ধিতে মাইকিং, লিফলেট বিতরণ শুরু করা হয়েছে। এছাড়া সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নির্দেশনা দেয়া হয়েছে, যেনো সকল মানুষ মাস্ক পরিধান করে ও স্বাস্থ্যবিধি মেনে চলে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ