মাগুরায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করে সাকিব হোসেন নামে এক যুবকের কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আটক যুবকের বাড়ি যশোর জেলায়।
বুধবার (২৯ জুন) দুপুরে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা শহরের বাস টার্মিনাল এলাকায় মাদক বিরোধী অভিযান চালাতে গেলে পরিবহনটির যাত্রী সাকিবের কাছে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ওই সোনার বার পাওয়া যায়।
পরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের এর উপস্থিতিতে সোনার বারসহ ওই যুবককে আটক করা হয়।
আটক যুবকের বাড়ি যশোরের শার্শা এলাকায়। তার বাবার নাম ইয়াজুল ইসলাম বলে জানা গেছে।

