প্রবাস থেকে স্বামীর মরদেহ বাড়িতে আসার খবর শুনে মারা গেলেন স্ত্রী

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: মালদ্বীপ থেকে স্বামীর মরদেহ বাড়িতে আসার খবর শুনে খোদেজা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাতে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ওইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জানাজা শেষে জামালের মরদেহ দাফন করা হয়েছে। আজ বুধবার (২৯ জুন) বেলা ১১টার দিকে তার স্ত্রীকে দাফন করা হয়।

মৃত জামাল উদ্দিনের মামা রবিউল হক সওদাগর বিষয়টি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, ইউনিয়নের চরকালীদাস গ্রামের তুপানী বাড়ির মজিবুল হকের ছেলে জামাল উদ্দিন (৪৮) ১০ বছর ধরে মালদ্বীপে থাকতেন। ২৩ জুন তিনি মালদ্বীপে কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

এদিকে, জামাল উদ্দিনের মরদেহ বাড়িতে আসছে সেই শোকে রাত সোয়া ১০টার দিকে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তার স্ত্রী খোদেজা আক্তার। তাৎক্ষণিক তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামাল উদ্দিনের মামা রবিউল হক সওদাগর জানান, জামাল মালদ্বীপে এবং তার স্ত্রী খোদেজা বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মঙ্গলবার রাতেই জামালের মরদেহ দাফন করা হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ