ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি’ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারিক সাইমুম এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুন) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ১৪০ নং কক্ষে নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধিত বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানূর রহমান আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. অধ্যাপক ড. মুহাম্মদ সোলয়মান, অধ্যাপক ড. আ.ছ.ম তরীকুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিনিউকেশনে টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ শাহীনূর রহমান, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোজাহিদুল ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক সুতাপ কুমার ঘোষ, বায়োমেডিকেল অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও ইবি ল্যাব স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহা. মুজাম্মিল হক মোল্লাহ।
এর আগে, অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি প্রবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
জাগো/এমআই

