শাকিব খানের স্বপ্নপূরণ, পেলেন গ্রিন কার্ড!

আরো পড়ুন

বিনোদন ডেস্ক: স্বপ্নের দেশ আমেরিকায় নিবাস গড়ার ইচ্ছা মনে পুষে বেড়ান অনেকেই। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানও তার ব্যতিক্রম নন। সম্প্রতি গুঞ্জন উঠেছে, তিনি দেশটিতে স্থায়ীভাবে থাকার অনুমতিপত্র অর্থাৎ গ্রিন কার্ড হাতে পেয়েছেন।

মার্কিন মুলুকে শাকিব পাড়ি জমান গত বছর। তারপর থেকে আসি আসি করলেও বাংলাদেশে ফেরেননি তিনি। এর নেপথ্যে ছিল মার্কিন মুলুকে ৬ মাস বাসের নিয়ম।

এমনটা উল্লেখ করে শাকিবের ঘনিষ্ঠজন জানান, নিয়মানুযায়ী শাকিবের ছয়মাস আমেরিকাবাস আরও আগেই পূরণ হয়েছে। ফলে গ্রিন কার্ডও তিনি আগেই পেয়েছেন। সবশেষে কার্ডের প্রিন্ট কপি হাতে পাওয়া বাকি ছিল। এবার সেটাও পূরণ হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতেই মাতৃভূমিতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন শাকিব। এ বিষয়ে তার আরেক ঘনিষ্ঠজন জানিয়েছেন, ইতোমধ্যেই বাংলাদেশে ফেরার দিনক্ষণ ঠিক হয়েছে তার। ৮ জুলাই দেশে ফিরবেন তিনি। সে উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন ৬ জুলাই।

জো বাইডেনের দেশটিতে ঢালিউড সুপারস্টার পা রাখার পর থেকেই গুঞ্জন উঠেছিল, এর পেছনে কারণ হিসেবে রয়েছে গ্রিন কার্ড। বিষয়টি উঠে এসেছিল সংবাদমাধ্যমেও। তবে তখন মুখে কুলুপ এঁটেছিলেন এই নায়ক। অবশেষে তার গ্রিন কার্ড প্রাপ্তির গুঞ্জন বিষয়টিকে আবারও উসকে দিচ্ছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ