পাকস্থলিতে করে ইয়াবা পাচার কালে নারীসহ গ্রেফতার ২

আরো পড়ুন

ঢাকা অফিস: পাকস্থলিতে করে ইয়াবা পাচারকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গ্রেফতারকৃত দু’জনের মধ্যে একজন নারী রয়েছেন।

তারা হলেন- আ. মালেক (৩০) ও সুমি আক্তার (২৫)। এসময় তাদের কাছ থেকে থেকে ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রিত নগদ- ২ হাজার ৪০০টাকা জব্দ করা হয়।

সোমবার (২৭ জুন) রাতে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছে র‌্যাব-১০ । বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর পুলিশ সুপার এনায়েত করিম।

তিনি জানান, সোমবার রাতে ধলপুর এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ দু’জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য ৯ লাখ টাকা।

তিনি আরো জানান, তাদের মধ্যে একজন পেটের মধ্যে ইয়াবা বহন করছিল। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাদেরকে প্রথমে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন এক পর্যায়ে তাদের তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব দাবি করেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে এই অভিনব কায়দায় যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ