পদ্মা সেতুর টোল প্লাজা ফাঁকা, স্বাভাবিকভাবে পার হচ্ছে যানবাহন

আরো পড়ুন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সীমানাধীন পদ্মা সেতুর টোল প্লাজা অনেকটাই ফাঁকা। স্বাভাবিক গতিতেই পারাপার হচ্ছে যানবাহন।

মঙ্গলবার (২৮ জুন) সকাল থেকেই পদ্মা সেতুর উত্তর প্রান্তে দেখা যায় এমন চিত্র। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়লেও টোলপ্লাজায় যানজট দেখা যায়নি। এছাড়া এসময় কোনো যানবাহনকে অপেক্ষায় থাকতেও দেখা যায়নি।

তবে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকলেও অনেক ছোট পিকাপে করে মোটরসাইকেল পারাপার করছে। তাও আবার ত্রিপল দিয়ে ভালো করে ঢেকে। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়তই মাইকিংয়ের পাশাপাশি সেতুতে নিয়মিত টহল দিচ্ছে।

সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, বাস, ট্রাক, প্রাইভেটসহ অন্যান্য ভারী যানবাহন যথারীতি পারাপার হচ্ছে। বর্তমানে মাওয়া প্রান্তে সেতুতে গাড়ির কোনো ধরনের চাপ বা যানজট নেই। তবে কিছু কিছু পিকাপে করে মোটরসাইকেল পারাপার হচ্ছে। তারা যেহেতু মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে না, তাই বাধাও দেয়া হচ্ছে না।

এদিকে পুলিশ, আর্মিসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের তদারকি অব্যাহত রেখেছে বলেও জানান এই কর্মকর্তা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ