পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঝিকরগাছায় আনন্দ মিছিলে মানুষের ঢল

আরো পড়ুন

শাহ জামাল শিশির, ঝিকরগাছা: বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করায় যশোরের ঝিকরগাছায় আনন্দ মিছিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

গত শনিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আনুষ্ঠানিক ভাবে পদ্মা সেতু উদ্বোধনের পর সোমবার (২৭ জুন) এই আনন্দ মিছিলের আয়োজন করে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠন।

মিছিল শুরুর আগে উপজেলা মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌগাছা- ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি চৌধুরী রমজান শরিফ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাবেক আইন বিষয়ক সম্পাদক এড আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাছিমুল হাবিব শিপার, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পী, ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন।

আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা মোড় থেকে আনন্দ মিছ শুরু হয়। মিছিলটি যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে ঝিকরগাছা বাজার প্রদক্ষিণ করে পারবাজার হয়ে আবার উপজেলা মোড়ে শেষ হয়।

মিছিলে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মৎসজীবী লীগ, মহিলা আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশা ও সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গতকাল ঝিকরগাছা মিছিলের নগরীতে পরিণত হয়।

মিছিল শেষে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে আতশবাজি উৎসব করা হয়। এছাড়া রাতে উপজেলা পরিষদের মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ