পদ্মা সেতু দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রিয়াদ

আরো পড়ুন

স্বপ্নের পদ্মা সেতু দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় লাশ হয়ে ফিরেছেন কচুয়ার ডুমুরিয়া গ্রামের রিয়াদ হোসেন (২৩)।

রবিবার (২৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়া প্রান্তে দুর্ঘটনায় তিনি মারা যান।

নিহত রিয়াদ কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন।

স্ত্রী ও দুই বছরের এক পুত্রসন্তান নিয়ে গ্রামেই থাকতেন তিনি।

নিহতের স্ত্রী জান্নাত আক্তার বলেন, রবিবার (২৬ জুন) মধ্যরাতে স্বামীর সঙ্গে আমার শেষ কথা হয়। এ সময় রিয়াদ বলেছিল, সে তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে ঢাকা থেকে পদ্মা সেতু দেখতে যাচ্ছে। তারপর রাত ৩টার দিকে অপরিচিত এক নম্বর থেকে কল দিয়ে জানায়, রিয়াদ সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

রিয়াদের পিতা দুলাল মিয়া বলেন, দুর্ঘটনায় নিহত আমার মেজো ছেলে রিয়াদ হোসেনের লাশ ঢাকার মনোয়ারা হাসপাতালে আছে। এ খবর পেয়ে মনোয়ারা হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে জানতে পারি, রিয়াদ তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে পদ্মা সেতু দেখতে যায়। যাওয়ার পথে রিয়াদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এ সময় তার বন্ধুরা দ্রুত তাকে ঢাকার মনোয়ারা হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

সোমবার (২৭ জুন) দুপুরে রিয়াদের লাশ তার নিজ গ্রাম ডুমুরিয়ায় নিয়ে আসা হয়। তখন তার মা-বাবা, স্ত্রী-সন্তান ও স্বজনদের আহাজারিতে চারদিক ভারী হয়ে ওঠে। তার অকালমৃত্যুতে বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ