স্ত্রীর পরকীয়ার জেরে প্রবাস ফেরত স্বামী খুন

আরো পড়ুন

চাঁদপুরের হাজীগঞ্জে এমরান হোসেন (৪০) নামে প্রবাস ফেরত এক ব্যক্তিকে গলা কেটে হত্যার করা হয়েছে।

হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডস্থ সার্কেল অফিস সংলগ্ন একটি ভাড়া বাসায় রবিবার(৮ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত এমরান হোসেন ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবুল বাসারের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী। দুমাস আগে ছুটিতে বাড়ি আসেন।

প্রত্যক্ষদর্শী জিসান আহমেদ বলেন, হঠাৎ ডাক চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি বাসার মেঝেতে রক্তে ভরে আছে। অন্যদের সহযোগিতায় এমরানকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ফারজানা বেগম জানান, তাদের নিকটাত্মীয় আশেক এলাহী বাবু বাসায় ঢুকে আমার স্বামীর সঙ্গে হট্টগোল করে। একপর্যায়ে আমার স্বামীর গলা কেটে পালিয়ে যায়।

এদিকে এমরানের বাবা আবুল বাসারের দাবি, ‘এমরানের স্ত্রী ফারজানার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় পরকীয়ার অভিযোগে বিচার হয়েছিল। বউয়ের পরকীয়ার জেরেই আমার ছেলেকে খুন করা হয়েছে।’

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ গণমাধ্যমকে বলেন, হাসপাতাল থেকে এমরানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ফারজানা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ