যশোরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুই অভিযানে ছয় কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার (২৫ জুন) বিকেল চৌগাছা ও যশোর সদর উপজেলায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যশোর জেলা পুলিশের মুখপাত্র ও যশোর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল শনিবার বিকেল ৩টা ৩৫ মিনিটে চৌগাছা থানাধীন কয়ারপাড়া টালিখোলা এলাকায় যশোর-চৌগাছা সড়কের একটি চাতালের উত্তর পার্শ্বে পাকা রাস্তার ওপর থেকে হালিমা খাতুনকে (৪০) আটক করে। এসময় তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার হয়।
হালিমা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সাহাপুর গ্রামের বাসিন্দা।
ওসি রুপন কুমার জানান, একইদিন ডিবির একই দলটি বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে যশোর সদর উপজেলার জগহাটি এলাকার যশোর-চৌগাছা সড়কের ওপর হতে আরজিনাকে (৪৫) আটক করে। তার কাছ থেকেও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরজিনা চৌগাছা উপজেলার মাজালী গ্রামের বাসিন্দা।
ডিবির ওসি রুপন কুমার সরকার বলেন, এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান মাদক আইনে যশোর কোতোয়ালি ও চৌগাছা থানায় পৃথক মামলা করেছেন। আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

