নড়াইলে বালু বোঝাই ট্রলিচাপায় মারা গেছেন আসিফ মিনা (১৭) নামের এক মাদরাসাছাত্র। শনিবার (২৫ জুন) সকালে জেলার কালিয়া উপজেলার খড়রিয়া-নওয়াপাড়া সড়কে ঘটনাটি ঘটেছে। নিহত অসিফ মিনা এ উপজেলার খড়রিয়া গ্রামের হিরু মিনার ছেলে এবং স্থানীয় একটি দাখিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসিফ মিনা কালিয়া উপজেলার খড়রিয়া রহিমা হাবিব দাখিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র। শনিবার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাদরাসায় যাচ্ছিল। মোল্যা বাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রলি তাকেসহ মোটরসাইকেলটিকে চাপা দিলে সে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে সে মারা যায়। কালিয়া উপজেলায় গত দেড় মাসে ট্রলি চাপায় ৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

