সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় ৫০গ্রাম গাঁজা, ১ হাজার ৯৫০ পিচ ইয়াবা ও চোরাই মোটরসাইকেলসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুন) রাতে তাদের থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।
আটককৃতরা হলো, থানার খলিষখালী এলাকার রবিন দাস (৩৪), কলারোয়া উপজেলার কুমারনল এলাকার ফয়সাল হোসেন (১৯), একই এলাকার রাসেল হোসেন (১৬) এবং খুলনা জেলার শিরোমণি এলাকার সাদিক খান (৩৫)।
থানা পুলিশ জানায়, রাতে গাঁজা বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে থানার জামতলা এলাকায় অভিযান চালিয়ে রবিনকে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ।
এ দিকে সন্ধ্যায় র্যাব পাটকেলঘাটা ওভার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ফয়সাল ও রাসেলকে আটক করে। এছাড়া পাটকেলঘাটা থানা ও ডুমুরিয়া থানার যৌথ অভিযানে চোরাই মোটরসাইকেলসহ সাদিককে আটক করা হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, আটকৃতদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, ১৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি লাল রঙের হিরো হোন্ডা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় দুটি মাদক মামলা এবং একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

