ভেসে গেছে সব, ২-৩ দিন কিছুই খাননি তারা

আরো পড়ুন

সিলেটে চারদিকে এখন শুধু ক্ষুধার্ত মানুষের আর্তনাদ। কোনো গাড়ি বা নতুন কোনো মানুষকে দেখলেই ছুটে আসছেন বন্যার্তরা। সবার চোখে-মুখে ক্ষুধার ছাপ।

অনেকেই আছেন ২-৩ দিন ধরে অনাহারে। কেউবা একমুঠো শুকনো খাবার খেয়ে কোনোমতে দিন পার করছেন।

সোমবার (২০ জুন) সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে কয়েকজন বানভাসি কয়েকজন এ কথা জানান।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা কুদ্দুস মিয়া বলেন, ঘরে কোনো খাবার নেই। ২ দিন ধরে কিছু খেতে পারিনি। আমাদের এদিকে সরকারি কোনো ত্রাণ আসেনি। অনেক কষ্টে আছি। দেখার কেউ নেই।

স্থানীয় এক নারী বলেন, আমার বাড়ি দাড়িয়ার পাড়। ধান চাল সবকিছু পানিতে ভেসে গেছে। গত ৩ দিন ধরে কিছু খেতে পারিনি। কেউ আমাদের খাবার দেয়নি।

গাড়ি দেখে শামসুন্নাহার নামে বোরখা পরিহিত এক নারী পিছু নিয়ে দৌঁড় দিলেন। নিজের নামটা যেন ত্রাণের তালিকায় থাকে, সেটার জন্য আকুতি তার। তার বাড়ি চেঙ্গেরখাল নদীর তীরবর্তী মৃতিমহল গ্রামে।

তিনি বলেন, সবাই ত্রাণ নিয়ে ভেতরে যায়। মূল রাস্তায় কেউ কিছু দেয় না।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ