যশোরে এক ব্যক্তির লাশ উদ্ধার

আরো পড়ুন

যশোরের মণিরামপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুন) বিকালে মণিরামপুর পৌরসভার দূর্গাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়।

নিহতের নাম জসিম উদ্দিন (৫৪)। তিনি ঢাকা নিউমার্কেটের আ. রহিমের ছেলে।

তিনি মণিরামপুরে আমিনুল ফকিরের বাড়িতে ভাড়া থাকতেন।

জসিম উদ্দিন নাক, কান, গলা,ও যৌন চর্মরোগের পল্লী চিকিৎসক ছিলেন।

বাসার মালিক আমিনুর ফকির বলেন, জসিম উদ্দিন ব্যাচেলর হিসেবে উঠেছিলেন আমার বাসায়। প্রতিবেশীরা সকাল থেকে ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে মণিরামপুর থানার ওসি (তদন্ত) গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি টিম লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তারা আরো জানান, তিনি মুসলিম ধর্ম ত্যাগ করে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেছেন। ফলে তার পরিবার থেকে তিনি আলাদা বসবাস করতেন ।

এ বিষয়ে মণিরামপুর থানা (তদন্ত) ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ