বন্যার পানিপ্রবাহে বাধা হলে সড়ক কেটে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর

আরো পড়ুন

দেশের বন্যাকবলিত এলাকাগুলোতে পানিপ্রবাহ বাধাহীন করতে প্রয়োজনে সড়ক কাটার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৮ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, বন্যার পানির প্রবাহ বাধাহীন করতে প্রধানমন্ত্রীর দেয়া এ নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। তারা সবসময় লক্ষ্য রাখছেন। সিলেট সিটি করপোরেশনকেও বলা হয়েছে। বেশিরভাগ সড়কের ওপর পানি উঠে গেছে। তবু কোথাও যদি পানি প্রবাহে বাধা দেখা যায় তাহলে তা দূর করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কন্ট্রোল রুম স্থাপন করেছে জানিয়ে মন্ত্রী বলেন, দূর্গত এলাকার মানুষের কাছে ত্রাণের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পৌঁছে দেয়া হচ্ছে। জেরিক্যানের ম্যাধ্যমেও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। যেসব টিউবওয়েল ওপরে তোলার ব্যবস্থা আছে সেগুলো তা করা হচ্ছে। ঢাকা থেকে প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়েছেন। তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন।

জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ