যশোর সদর উপজেলার তীঘাটা ভাটপাড়া গ্রামের আতাগাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুন) ভোর সাড়ে পাঁচটায় লাশটি উদ্ধার করা হয়।
রামনগর ইউনিয়নের সতীঘাটা ০৫ ওয়ার্ড ভাটপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত ফারুক হোসেন কামালপুর গ্রামের পিতা মৃত নুরুর ছেলে।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে পাঁচটায় তারা ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটায় খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা সেটা এখনি বলা যাচ্ছে না।

