যশোরের মণিরামপুরে ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক আফজাল হোসেন মণিরামপুর উপজেলার খানপুর গ্রামের আহাদ আলীর ছেলে। নিজ এলাকা থেকে শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত ১২টার পর তাকে আটক করা হয়। বিষটি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লে. নাজিউর রহমান।
তিনি আরো জানান, আটক আফজাল সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার এক নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম প্রথমে সাতক্ষীরা আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে কলোরোয়া থানায় গত ১৬ জুন নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়। ওই মামলার আসামি আফজাল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে কলারোয়া থানায় আসামিকে হস্তান্তর করা হয়।

