ডেস্ক রিপোর্ট: বগুড়ায় যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
পানি বৃদ্ধি কারণে বিস্তীর্ণ চরাঞ্চল প্লাবিত হয়েছে । একই সঙ্গে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পার্শ্বে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। ফলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানির নীচে তলিয়ে গেছে ফসলি জমি। নদী এলাকার কাছের পাট ও ধইঞ্চার ক্ষেত ক্ষতির মুখে পড়েছে। পানিতে আক্রান্ত ফসলগুলো নিয়ে দুশ্চিন্তায় দিন গুনছেন স্থানীয় কৃষকরা।
শনিবার (১৮ জুন) বেলা ১২টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমানার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে গত ২৪ ঘন্টায় যমুনা নদীতে ৪২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। জেলার সারিয়াকান্দি, সোনাতলা এবং ধুনট উপজেলার ওপর দিয়ে যমুনা নদী প্রবাহিত হয়েছে।
গত দুইদিন ধরে পানি বৃদ্ধি পাওয়ায় সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, বোহাইল, কাজলা, চন্দনবাইশা, সারিয়াকান্দি সদর, হাটরশরপুর, কুতুবপুর, ও কামালপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় ধান, পাট, ধইঞ্চা, মাশকলাই, মরিচ, ভুট্টাসহ বিভিন্ন ফসলী জমিতে পানি প্রবেশ করেছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, যমুনা নদীতে আরও ২-৩ দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।
জাগো/এমআই

