মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে ঢাকায় ভারতীয় দূতাবাসে স্মারকলিপি জমা দেবে ধর্মভিত্তিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
পূর্ব ঘোষণা অনুযায়ী, ভারতীয় দূতাবাসে গণমিছিল ও স্মারকলিপি জমা দেয়ার কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুন) সকাল থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হন ধর্মভিত্তিক দলটির নেতা-কর্মীরা।
সেখানে মিছিল নিয়ে বের হওয়ার আগে সমাবেশ করে দলটি। ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিতে যাবেন দলটির নেতারা।

