আর আই রাজিব, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবি হয়েছে। বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। প্রাপ্ত ফলাফলে জানা যায়, সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু সাইদ বিশ্বাস মোটরসাইকেল প্রতীক নিয়ে ৭০১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের আতাউর রহমান আতা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯০৬ ভোট। অন্যদিকে সুরাট ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফ হোসেন আনারস প্রতিক নিয়ে ৪০৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি নৌকা প্রতীকের কবির হোসেন কেবি জোয়ারদার পেয়েছেন ৩৯০৪ ভোট।
তথ্য নিয়ে জানা গেছে, সীমানা জটিলতার কারণে আদালতে মামলা থাকায় এই দুটি ইউনিয়নে প্রথম মেয়াদ পার হওয়ার পর ৫ বছরের বেশি সময় ভোট গ্রহণ স্থগিত ছিল। যে কারণে ইউনিয়ন দুটিতে প্রায় একযুগ পর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে এই দুটি ইউনিয়নের ১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট কেন্দ্র পরিদর্শন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, কোথাও কোনো ধরনের অভিযোগ ছাড়াই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। ভোট অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

