বাঘারপাড়ায় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা

আরো পড়ুন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ১০ টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় বুধবার (১৫ জুন) সকালে দিনব্যাপী পরিষদের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ , মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।

কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। মুক্ত আলোচনায় অংশ নেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। কর্মশালায় ১০টি উদ্যোগের বাস্তবায়ন চ্যালেঞ্জ, সমস্যা ও সমাধানে প্রতিটি বিষয়ে নির্ধারিত অংশীজন লিখিত মতামত দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা এটি এম মাসুদ হোসেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ