যশোরে নুপুর শর্মাকে নিয়ে পোস্ট শেয়ার করায় যুবককে গণধোলাই

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিজেপি থেকে বহিস্কৃত নুপুর শর্মার পক্ষ নিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করায় গনপিটুনির শিকার হয়েছে জুয়েলারী দোকানের কর্মচারি।

সোমবার (১৩ জুন) বিকেলে যশোর পোস্ট অফিস সংলগ্ন মসজিদের সামনে অনুপ সাহা (২৪) নামের যুবক গণপিটুনির শিকার হয়। পরে পুলিশ তাকে আটক করে।

যশোরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজ্বি আলমগীর কবির সুমন জানান, মসজিদের সামনে জনতা অনুপ সাহাকে মারপিট করছিলো। এমন সময় তার পিতা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক তা দেখে সেখানে যান এবং ওই যুবককে উদ্ধার করে তার অফিসে পাঠান। পরে কোতয়ালি থানা পুলিশকে খবর দিলে এসআই কাজী আবু জুবায়ের তার অফিসে গিয়ে অনুপকে পুলিশ হেফাজতে নেন।

আলমগীর কবির সুমন আরো জানান, বিজেপি নেত্রী নূপুর শর্মার পক্ষের একটি ফেসবুক পোষ্ট অনুপ শেয়ার করেন। বিষয়টি তার পরিচিত অনেকে জানতে পেরে অনুপকে কল করে মসজিদের সামনে নিয়ে আসে। পরে তার মোবাইল ফোন থেকে ফেসবুক আইডিতে গিয়ে শেয়ার করার সত্যতা মেলে। সে সময় উপস্থিত জনতা তাকে গণপিটুনি দেয়।

এ বিষয়ে অনুপ সাহা জানান, ‘তিনি ফেসবুকে এই পোষ্টটি দেখেছেন। কিন্তু কীভাবে তার আইডিতে শেয়ার হয়েছে তা তিনি জানেন না।’

এসআই কাজী আবু জুবায়ের বলেন, ঘটনার ব্যাপারে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। প্রাথমিকভাবে ওই পোষ্টটি শেয়ারের সত্যতা পাওয়া যায়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিষযে কোতোয়ালি থানার তদন্ত ওসি মনিরুজ্জামান জানান, গনপিটুনির শিকার অনুপ পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টির ব্যাপারে আরও খোঁজ খবর নেয়া হচ্ছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ