সাতক্ষীরা-যশোর সড়কে বুধবার (১৫ জুন) থেকে সকাল ৫টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতি।
কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়া বাস চালানোর জন্য যশোর জেলা প্রশাসকের (ডিসি) বরাবর আবেদন করেছে সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতি।
সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক ছাইফুল করিমের স্বাক্ষরিত আবেদন পত্র থেকে জানা গেছে, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও ইন্টারড্রিস্টিক বাস সিন্ডিকেট (আইডিবিএস) যশোর সংস্থার নেতৃবৃন্দের মধ্যে যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক সাতক্ষীরা-যশোর সড়কে যৌথভাবে বাস পরিচালনার জন্য মে মাসের ২৫ তারিখে, জুন মাসের ২ তারিখে ও সর্বশেষ ৯ তারিখে আইডিবিএস যশোরকে পত্র প্রেরণ করলেও কোনো জবাব না পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আবেদন পত্র থেকে উল্লেখ করা হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম সাতক্ষীরা-যশোর সড়কে বাস চালানোর সিদ্ধান্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে আইডিবিএস যশোর। এক্ষেত্রে তারা সড়কে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং সাতক্ষীরা জেলা বাস মিনিবাস সমিতির বাসগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে এজন্য ডিসির কাছে আবেদন করা হয়েছে।

