ডেস্ক রিপোর্ট: যশোরের চৌগাছা উপজেলায় চয়ন (২০) নামে এক তরুণের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুন) বেলা ১১টার দিকে মাসিলা ধোনার খাল থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রুপন কুমার সরকার জানান, আজ সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা ধানের ক্ষেতে একটি বস্তা পড়ে থাকতে দেখে। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা বিষয়টি চৌগাছা থানা পুলিশকে জানায়। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে এক তরুণের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয়রা ওই মরদেহটি হুদাপাড়ার সবুজ হোসেনের ছেলে চয়ন বলে শনাক্ত করে।
ওসি রুপন কুমার সরকার আরো জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত কাজ শুরু হয়েছে। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
জাগো/এমআই

