যশোর জেলা শিল্পকলা একাডেমির ২০২২-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২ জুলাই। এবারের নির্বাচনে ‘রংধনু পরিষদ’ ও ‘লাল-সবুজ’ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছে।
জাহাঙ্গীর-আসাদ-রাসুর নেতৃত্বাধীন ‘রংধনু’ প্যানেলের পরিচিতি
সহ সভাপতি: আশাবরী’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম ও চাঁদেরহাট যশোরের তারকা সদস্য সাংবাদিক আসাদ আসাদুজ্জামান।
সাধারণ সম্পাদক: শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু।
যুগ্ম সাধারণ সম্পাদক: তির্যক যশোরের সহ সভাপতি আনিসুজ্জামান পিন্টু ও যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদের নির্বাহী সদস্য নাসির উদ্দীন মিঠু।
সদস্য: যশোর সাহিত্য পরিষদের সহ সভাপতি ছড়াকার সাজ্জাদ গনি খাঁন রিমন, যশোর শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রদীপ চক্রবর্তী রানা ও অগ্নিবীণার ফয়সাল খান।
আগামী ২ জুলাই জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটাধিকার প্রয়োগ করবেন একাডেমির ৯৭৫ জন সদস্য।
প্রার্থীরা এবার মোট আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক একজন, যুগ্ম সাধারণ সম্পাদক ২ জন এবং কার্যকরি সদস্য পদে ৩ জন।
শিল্পকলা একাডেমির গঠনতন্ত্র অনুযায়ী জেলা প্রশাসক পদাধিকার বলে পরিচালনা পরিষদের সভাপতি এবং জেলা কালচারাল অফিসার কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

