চীনের অন্যতম বাণিজ্যিক শহর সাংহাইয়ের কয়েকটি এলাকায় আবার লকডাউন দেয়া হবে।
শুক্রবার এক কর্মকর্তা জানান, এ সপ্তাহে গণপরীক্ষা চালানোর লক্ষ্যে এ লকডাউন দেয়া হবে জানা গেছে। চীনের প্রেসিডেন্ট শি চিনপিং কঠোরভাবে জিরো কোভিড’ নীতিতে অটল থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্য সব দেশ মহামারি কাটিয়ে বিভিন্ন বাধ্যবাধকতা থেকে সরে এলেও চীন এখনো কোভিড ছড়িয়ে পড়া পূর্ণাঙ্গভাবে ঠেকাতে লকডাউন, গণপরীক্ষা ও বাধ্যতামূলক কোয়ারেনটিন প্রয়োগ করে চলেছে।
আর দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন ধরনের সঙ্গে লড়তে চীন তাদের এ নীতি আরো বেশি কঠোর করেছে। সাংহাইয়ে ১৬টি এলাকার মধ্যে কমপক্ষে ১৫টিতে আগামী কয়েক দিনের মধ্যে সব বাসিন্দার কভিড পরীক্ষা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে মধ্যে ছয়টি এলাকায় লকডাউন দেওয়া হবে। সূত্র : এএফপি ও আনন্দবাজার পত্রিকা

