ভারতে প্রেসিডেন্ট নির্বাচন ১৮ জুলাই

আরো পড়ুন

ভারতে প্রেসিডেন্ট নির্বাচন আগামী ১৮ জুলাই। প্রয়োজন হলে ভোট গণনা করা হবে ২১ জুলাই।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে। এই ঘোষণা অনুযায়ী, নির্বাচিত প্রেসিডেন্ট শপথ নেবেন ২৫ জুলাই। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়েছে, বর্তমান প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দর ক্ষমতার মেয়াদ শেষ হবে ২৪ জুলাই। তৎকালীন বিহারের গভর্নর কোবিন্দকে প্রেসিডেন্ট হিসেবে ২০১৭ সালে বেছে নেয় বিজেপি। ওই বছর ২১ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে রাম নাথ কোবিন্দ ভারতের ১৪তম প্রেসিডেন্ট হন। বিরোধী দলগুলোর প্রার্থী ও লোকসভার সাবেক স্পিকার মীরা কুমারকে তিনি পরাজিত করেন। মোট ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে শতকরা ৬৫.৬৫ ভাগ ভোট পান কোবিন্দ।

ভারতে ইলেকটোরাল কলেজ সদস্যদের ভোটে নির্বাচিত হন প্রেসিডেন্ট। এর সংখ্যা পার্লামেন্টের উভয় কক্ষে নির্বাচিত সদস্য, সব রাজ্যের বিধানসভার সদস্য এবং ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অব দিল্লি এবং ইউনিয়ন টেরিটোরি অব পুদুচেরির সদস্যদের সমন্বয়ে মোট যে সংখ্যা হয় তা। এই সংখ্যা ১০,৯৮,৯০৩।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ