নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে শহরের দেওভোগ আখড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনি রানী ঘোষ, বাসন্তী রানী ঘোষ ও বিমলা রানী ঘোষ।
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত বিমলা রানীর ভাগনি শিল্পী রানী বলেন, ‘বিদ্যুতের তার বাড়ির কলাপসিবল গেট দিয়ে টানা ছিল। কোনো কারণে ওই তার থেকে গেট বিদ্যুতায়িত হয়। বৃষ্টির মধ্যে ড্রেন পরিষ্কারের সময় গেটটি ধরে ফেলেন আমার মামি বিমলা রানী। এতে তিনি প্রথমে বিদ্যুস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন অন্যরা।’
১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দ্রুত তাদের বাড়ি থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘তিন গৃহবধূর মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। ওই এলাকার বৈদ্যুতিক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’
জাগো/এমআই

