খুলনায় নির্মাণাধীন ভব‌নের ছাদ থে‌কে পড়ে নির্মাণ শ্রমি‌কের মৃত্যু

আরো পড়ুন

খুলনা নগরী‌তে নির্মাণাধীন ভব‌নের ছাদ থে‌কে ক্রেনের শ‌্যাপ ভে‌ঙ্গে প‌ড়ে হা‌ফিজুল না‌মের এক নির্মাণ শ্রমি‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৭ জুন) বি‌কেল ৪ টার দি‌কে শা‌ন্তিধাম মো‌ড়স্থ জনৈক হা‌সিবের বা‌ড়ির ছাদ ঢালাই দেয়ার সময় এ দুর্ঘটনা‌ ঘ‌টে।

চি‌কিৎসার জন্য তা‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেয়া হ‌লে সেখানকার কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। নিহত যুবক ডুমু‌রিয়া উপ‌জেলার বাইনতলা গ্রা‌মের বোরহান শে‌খের ছে‌লে ।

খুলনা থানার অ‌ফিসার ইনচার্জ হাসান আল মামুন এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

খুলনা থানার এসআই ও‌লিয়ার ব‌লেন, জা‌তিসংঘ শিশু পা‌র্কের বিপরী‌তে জ‌নৈক হা‌সি‌বের সাত তলা ভব‌নের ছাদ ঢালাই‌য়ের কাজ চল‌ছিল। সেখা‌নে প্রায় ২০০ জন নির্মাণ শ্রমিক কাজ কর‌ছিল। বিকাল ৪ টার দি‌কে হঠাৎ ঢালাই মিকচার ওঠা‌নোর বা‌কেট শ্যাপ ভে‌ঙ্গে হা‌ফি‌জের গা‌য়ের ওপর প‌ড়ে। এ সময় তার ডান পা ও বাম হাত ‌ভে‌ঙ্গে যায়। পিঠের বাম পা‌শে গুরুতর জখম হয়। সহ‌যোগীরা তাকে উদ্ধার ক‌রে খু‌মেক হাসপাতা‌লে নিলে সেখানকার চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। হা‌ফি‌জের মর‌দেহ ময়না তদ‌ন্তের জন্য ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে। আইনী প্রক্রিয়া শে‌ষে লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

খুলনা থানার অ‌ফিসার ইনচার্জ হাসান আল মামুন ব‌লেন, ঢালাই মিকচার ওঠানোর কা‌জে ব্যবহৃত মে‌শি‌নের শ‌্যাপ ভেঙ্গে হা‌ফিজুরের গা‌য়ের ওপর প‌ড়ে গুরুতর আহত হয়। তা‌কে উদ্ধার ক‌রে খু‌মেক হাসপাতা‌লে নেয়া হয়। সেখা‌নে তার মৃত‌্যু হয়। পু‌লিশ সদস‌্যরা ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন। মর‌দে‌হের সুরাতহাল রি‌পোর্ট তৈরী ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। এ ব‌্যাপা‌রে আইনী পদ‌ক্ষেপ গ্রহ‌ণের প্রক্রিয়া চল‌ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ